সরকার জনগণের স্বার্থের কথা বললেও তা কেবল মুখেই সীমাবদ্ধ -জাতীয় প্রেসক্লাবে ইসলামী ফ্রন্ট

স্টাফ রিপোর্টার

আজ (৩০ মার্চ’২২) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে দ্রব্যমল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হেলাল উদ্দীন সভাপতিত্বে এডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলেন- অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী এবং সরকারের উদাসীনতা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য দায়ী। সরকার জনগণের স্বার্থের কথা বললেও তা কেবল মুখেই সীমাবদ্ধ। সরকারের কতিপয় কর্তাব্যক্তির দায়ীত্বহীন কথা-বার্তা যেন দেশের মানুষ খুবই সুখে আছে। অথচ সাধারণ কেটে খাওয়ার মানুষের মানবেতর জীবন-যাপনই বলে দেয় মানুষ কতটা সুখে আছে।

বক্তারা আরও বলেন- এই সরকারের মেয়াদ বৃদ্ধির সাথে বিদ্যুৎ গতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিই প্রমাণ করে সরকারের শুভংকরের ফাঁকি রয়েছে। অবিলম্বে সাধারণ মানুষের দাবী মেনে নিয়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার অনুরোধ জানান, অন্যথায় আগামীতে সরকারকে তার চরম মূল্য দিতে হবে হুশিয়ারী উচ্চারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন ও যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, এছাড়াও বক্তব্য রাখেন হাজী মুহাম্মদ রুবেল, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুফতি মুহাম্মদ জাহিদুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আরিফ, গাজী মুহাম্মদ সাইফুল ইসলাম, শাফায়াত উল্লাহ, মোহাম্মদ উল্লাহ্, আমান উল্লাহ সুন্নী, হোসাইন আহমদ রেযা, বেলায়েত হোসেন প্রমুখ।

শেষে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

Related Articles

Back to top button
close