সাধারণ মানুষের মানবেতর জীবন-যাপনই বলে দেয় মানুষ কতটা অসহায় -হাটহাজারীতে ফ্রন্ট নেতারা
হাটহাজারী প্রতিনিধি

আজ (বুধবার) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনের সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসমিন হোসাইন হাইদারী, মাওলানা আব্দুল খালেক, মঈনুল আলম চৌধুরী, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা ইলিয়াস নুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন,হারুন সওদাগর, সামশুল আলম নঈমী, সেকান্দর হোসেন,কামাল পাশা চৌধুরী, মাওলানা ইছহাক আনসারী, নেজাম উদ্দিন তৈয়বী, যুবনেতা সৈয়দ নেজাম উদ্দিন, যুবনেতা নাসির উদ্দিন রুবেল, নুরুল আমিন হোসাইনী ও ফয়সাল মুহাম্মদ কায়সার প্রমুখ।
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী এবং কতিপয় ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন কথা-বার্তা সুনে যেন মনে হয় দেশের মানুষ খুবই সুখে আছে। অথচ লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে সাধারণ কেটে খাওয়া মানুষের মানবেতর জীবন-যাপনই আজ বলে দেয় মানুষ কতটা অসহায়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিই প্রমাণ করে এতে সরকারের শুভংকরের ফাঁকি রয়েছে। অবিলম্বে সাধারণ মানুষের দাবী মেনে নিয়ে দ্রব্যমূলের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার দাবী জানানো হয়।