১৪টি অগ্নিদুর্গত সনাতন পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা

মিজানুর রহমান মুন্না, ফটিকছড়ি

সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর বৈদ্যের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হওয়া ১৪টি সনাতন ধর্মাবলম্বীদের বসতঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা জানাতে ছুটে যান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ উপজেলা-ইউনিয়নের প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তশালী-হৃদয়বান ব্যক্তিদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং ক্ষতিগ্রস্তদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি ব্যাংকার মাওলানা আবুল মনসুর,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ মোরশেদুল আলম,সৈয়দ ইয়াকুব ক্বাদেরী,তারেক আলম, মাওলানা মুজিবুল আলম, যুবসেনা নেতা হাসান উদ্দীন কুতুবী,হেলাল উদ্দীন, ছাত্রসেনা নেতা নাহিদুল ইসলাম হামীম, রিয়াদুল ইসলাম, এমরানুল হক রনি, নাসির উদ্দীন, আদনান সামী সহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্তদের মাঝে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে ‘ভালোবাসার উপহার’ প্রদান করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button