অবিলম্বে তেলের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে -বিক্ষোভ সমাবেশে এম এ মতিন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, জালানি খাতে লুটপাট ও অপচয় বন্ধ না করে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় এর মূল্য দিতে হচ্ছে দেশবাসীকে। এভাবে চললে আগামী দিনে আরও কঠিন মূল্য দিতে হবে জনগণকে। অবিলম্বে তেলের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।
গত ১০ নভেম্বর নগরীর চেরাগী পাহাড় চতুরে তেলের দাম কমানাের দাবিতে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম এ মতিন এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুবসেনা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ হাবিবুল মােস্তফা সিদ্দিকী। সমাবেশে উদ্বাধক ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা আব্দুন নবী আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের সদস্য সচিব নাছির উদ্দিন মাহমুদ, ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা এনাম রেজা, মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হােসাইন, যুবসেনা কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, কাতার সিরাতুল মােস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মাে. দিদারুল আলম, ইসলামী ফ্রন্ট নেতা আব্দুল করিম সেলিম, আনজুমান এ ঘােদ্দামুল মােসলেমীন কর্মকর্তা ফরিদ আহমদ জিহাদী, যুবসেনা দক্ষিণের সভাপতি জামাল উদ্দিন। যুবসেনা নগর উত্তরের সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক ও অর্থ সম্পাদক আমির হােসেন লিটর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুবসেনা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খােকন, যুবনেতা গিয়াস উদ্দিন কাদেরী, শিহাব রেজা, দেলােয়ার হােসেন, ছাত্রসেনা নেতা আদনান তাহসিন, আমির হােসেন প্রমুখ।
সমাবেশ শেষে ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।