অবিলম্বে ফারুকী হত্যার বিচার করতে হবে -যুবসেনা কোতোয়ালী শাখার অভিষেকে বক্তাগণ

কোতোয়ালী প্রতিনিধি

আজ (২৭শে আগস্ট) শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ ইসলামী যুবসেনা কতোয়ালী পরিষদের উদ্যোগে চেরাগী পাহার দলীয় কার্যালয়ে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী দিবস এবং অত্র শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি এটিএম রেজাউল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা কেন্দ্রীয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক যুবনেতা এ ডি এম আরুছুর রহমান।

প্রধান বক্তা ছিলেন নগর যুবসেনা দক্ষিণের সভাপতি যুবনেতা মোঃ জামাল উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন নগর যুবসেনা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক যুবনেতা খোরশেদুল ইসলাম সুমন, বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আমির হোসেন সোহেল।

এতে আরও বক্তব্য রাখেন যথাক্রমে পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির দস্তগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আরিফ শাহ, অর্থ সম্পাদক এস এম মাইনুদ্দিন, প্রচার সম্পাদক আবু বক্কর মাইজভান্ডারী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ সাঈদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম লিভলু, দাওয়াহ ও সংস্কৃতি সম্পাদক মোঃ শেখ আহমদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য মোঃ ফরিদ, মোঃ আসিফ ইকবাল।

পরিশেষে দু’আ-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Related Articles

Back to top button
close