আনোয়ারা যুবসেনার ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন
আনোয়ারা প্রতিবেদক

হিজরি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা তৈলারদ্বীপ ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার আবদুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা আ ন ম নাসির, মাওলানা জয়নাল আবেদীন আমিরী, মোহাম্মদ শেফাত, মোহাম্মদ মোরশেদ গাউছিয়া কমিটির সদস্য উলা মিয়া প্রমুখ।
গতকাল (১৩ই অগাস্ট’২১) শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও মানুষের উপচে পড় ভীড়ের কারণে তা সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়।
ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহানের সঞ্চানলায় অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন স্বাগত বক্তব্য বলেন, “শিক্ষার্থীদের স্কুল, মাদরাসা ও কলেজে তথ্য ফর্মে রক্তের গ্রুপ লিখতে হবে।” তিনি আরও বলেন, আর পেশাজীবীদের জাতীয় পরিচয় পত্র অথবা যেকোনো প্রতিষ্ঠানের আইডি কার্ডে রক্তের গ্রুপ লিখতে হয়। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকলে চিকিৎসা পেতে সহজ হয়। মূলত এসব বিষয় বিবেচনা করে আমরা এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় আয়োজন করেছি।”
প্রধান অতিথি বলেন, রক্তের গ্রুপ জানা খুবই গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে মানুষের সচেতনতা বেড়েছে। তার প্রমাণ এই জনসমুদ্র। ভবিষ্যতে যেকোনো প্রয়োজন আমি পাশে আছি।
কোতোয়ালি ব্লাড ব্যাংকের সহযোগীতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে মোট ৫০০ জন সেবা নেন। মানুষের উৎসাহ ও উদ্দীপনা এবং আগ্রহ দেখে আয়োজকরা আগামীকাল (১৫’ই আগস্ট) দ্বিতীয় দফায় পুনরায় আয়োজন করার ঘোষণা দেন।