ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা করেছে কিশোরগঞ্জ জেলা

নিজস্ব প্রতিবেদক

গত (২৬ জুন) শনিবার দুপুরে ভৈরব দুর্জয় মোড় সংলগ্ম চাইনিজ রেস্টুরেন্ট রোজ গার্ডেন এর ৩য় তলায় বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন মোজাহেদীর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খানঁ আবেদী আল-ক্বাদেরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমাদ মুজাদ্দেদী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মহসিন আল-মাইজ ভান্ডারী প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,ইসলামি ফ্রণ্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজি মুহাম্মদ রুবেল হোসেন ।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,ইসলামি ফ্রণ্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজি মুহাম্মদ রুবেল হোসেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবনেতা মাওলানা জসিম উদ্দিন আল-ক্বাদেরী ।

এ সময় তারা বলেন,মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নেশামুক্ত সমাজ গঠনই ইসলামি যুবসেনার মূল লক্ষ্য । এছাড়া কোরআন হাদিস ও সুন্নাহের আলোকে ইসলামি জীবন গঠন করা । আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Back to top button
close