ইসলামী যুবসেনা আনোয়ারা উপজেলা পশ্চিমের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এস এম গোফরান, আনোয়ারা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী যুবসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে ও এম এ তাহের’র সঞ্চালনায় সম্পন্ন হয়।

আজ ১৩ নভেম্বর’২১(শনিবার) সন্ধ্যায় উপজেলার কাফকো সেন্টারস্থ একটি রেস্টুরেন্টে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্ট, আনোয়ারা উপজেলার সাবেক সহ-সভাপতি মাওলানা মনির আহম্মদ আনোয়ারী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্ট, দক্ষিণ জেলার সহ-সভাপতি মাষ্টার মোহাম্মদ আবুল হোসেন।

প্রধান বক্তা ছিলেন যুবসেনা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ সালাউদ্দিন খোকন। সংবর্ধেয় অতিথি ছিলেন সদ্য বিদায়ী সভাপতি যুবনেতা মোহাম্মদ নুরুল করিম।

অনুষ্ঠানে বক্তারা পেশীশক্তির অপব্যবহার না করে সন্ত্রাস-মাদক ও টেন্ডারবাজিমুক্ত ইসলামি সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে যুবসেনা’র প্লাটফর্মে এসে ইসলামি আন্দোলনের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ নাজিম উদ্দীন,আব্দুস ছালাম, শফিকুল আলম, আবদুল আলীম, সাহাব উদ্দিন, আরফাত সিরাজী, হাফেজ মুহাম্মদ মুনির, ছাত্রনেতা ফরহাদুল হক প্রমুখ।

Related Articles

Back to top button
close