ইসলামী যুবসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন
বাঁশখালী প্রতিনিধি,

বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুবসংগঠন বাংলাদেশ ইসলামী
যুবসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল’২১ কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলে সংগঠনের সভাপতি যুবনেতা মাওলানা মুখতার আহমদের সভাপতিত্বে মুহাম্মদ মুনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জমির উদ্দিন নেছারী, প্রধান আলোচক ছিলেন,দক্ষিণ জেলা ইসলামী যুবসেনার অর্থ সম্পাদক যুবনেতা ওমর ফারুক, প্রধান বক্তা ছিলেন যুবসেনা বাঁশখালী উপজেলার সম্মানিত সভাপতি যুবনেতা সাহাব উদ্দীন, উদ্বোধক ছিলেন জননেতা ফরিদ আহমদ জিহাদী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মজিদ,ইঞ্জিনিয়ার মুহাম্মদ মিজানুর রহমান, বিশেষ বক্তা যুবনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, শাহজাদা খাইরুল বাশার, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সভাপতি মুহাম্মদ শামসুল আরেফিন খালেদ, খোরশেদ হাশেমী, কাথরিয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব নুরী, দিদারুল ইসলাম, বক্তব্য রাখেন যুবনেতা কফিল উদ্দিন শামীম, হাফেজ রাশেদুল ইসলাম,মাওলানা মাহবুব আলম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যে কোনো আদর্শিক রাজনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত, দক্ষ, সৎ, নিবেদতিপ্রাণ নেতাকর্মী প্রয়োজন। রাজনীতির লক্ষ্য সমাজের কল্যাণ। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সৎ, দক্ষ, ত্যাগী আদর্শে উজ্জীবিত নেতাকর্মীর বিকল্প নেই। রাজনীতির লক্ষ্য হতে হবে দেশসেবা ও জনকল্যাণ। এ লক্ষ্য না থাকলে রাজনীতি ব্যর্থতায় পর্যবসিত হবে।
কাউন্সিলে যুবনেতা মাওলানা মুখতার আহমদকে সভাপতি, মুহাম্মদ মুনিরুল হাসানকে সাধারণ সম্পাদক, কফিল উদ্দীন শামীমকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ শাহেদুল ইসলামকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন যুবসেনা বাঁশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম।