করোনা ভাইরাস সংক্রমণ রোধে যুবসেনা আখাউড়া উপজেলার মাস্ক বিতরণ
জোবাইর আহমেদ, আখাউড়া

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর একক যুব রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা আখাউড়া উপজেলার পক্ষ থেকে ফ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ ১২ এপ্রিল (সোমবার) সকাল ০৯ ঘটিকায় আখাউড়া মুগরা বাজার থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আখাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক কাজী মাও. গোলাম সামদানী, বাংলাদেশ ইসলামী যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি আল আমিন মোল্লা, যুবসেনা আখাউড়া উপজেলার সভাপতি পীরজাদা মুফতি মাও. বুরহান উদ্দিন চিশতী, সাধারণ সম্পাদক পীরজাদা মাও. মামুনুর রশীদ, ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি পীরজাদা সৈয়দ বাকী বিল্লাহ নূরীসহ প্রমুখ।