কাপ্তাই উপজেলায় যুবসেনার কাউন্সিল ও ছাত্রসেনার ঈদ পুণর্মিলনী সম্পন্ন
আহমদ সুজাত, কাপ্তাই প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩নং চিৎমরম ইউনিয়ন ও ৪নং কাপ্তাই ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান, কাপ্তাই উপজেলা শাখার ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী যুবসেনা কাপ্তাই উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ই জুলাই) বাংলাদেশ ইসলামী যুবসেনা কাপ্তাই উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ ইসলামী যুবসেনা কাপ্তাই উপজেলা শাখার আহ্বায়ক যুবনেতা মাওলানা জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রিয় সিনিয়র সহ সভাপতি যুবনেতা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি যুবনেতা মোহাম্মদ আলী খান, বিশেষ বক্তা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি যুবনেতা মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মিলাদ কিয়াম এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ঢাকা কলোনী জামে মসজিদ এর ইমাম ও খতিব যুবনেতা কাজী জাহেদুল ইসলাম।
পরিশেষে যুবনেতা মোহাম্মদ জাকির হোসেন কে সভাপতি, যুবনেতা কাজী জাহেদুল ইসলাম কে সিনিয়র সহ সভাপতি , যুবনেতা মোহাম্মদ মুর্শেদ আলম কে সাধারণ সম্পাদক ও যুবনেতা মোহাম্মদ আমির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট প্রথম কাপ্তাই উপজেলা যুবসেনার (২০২২-২০২৪) প্যানেল ঘোষনা করে বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি যুবনেতা মোহাম্মদ আলী খান।
এর আগে বেলা ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩নং চিৎমরম ইউনিয়ন ও ৪নং কাপ্তাই ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঢাকা কলোনী জামে মসজিদ এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলোনী জামে মসজিদ এর ইমাম ও খতিব যুবনেতা কাজী জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলোনী জামে মসজিদ এর সহকারী ইমাম যুবনেতা মাওলানা মোহাম্মদ ইউনুছ রেজা কাদেরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সাকিবুল কাদেরি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ রায়হান উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আমির হোসেন, সাবেক সহ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মুর্শেদ আলম, ছাত্রনেতা মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার শাখার সহ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মোজ্জামেল হক রেজা।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ ওসমান গনী ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ সুজাত।