জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার করা না হলে হাইকোর্টে মামলা দায়ের করার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও মূল্য প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ।

আজ (১৩ নভেম্বর) শনিবার বিকাল তিনটায় নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা নুরুল ইসলাম জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম- মহসচিব জননেতা অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। প্রধান অতিথি বলেন- জ্বালানি তেল একটা সর্বজনীন পণ্য এবং এর প্রভাবও সর্বব্যাপী। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। অবিবেচক পন্থায় তেলের দাম বৃদ্ধির ১ সপ্তাহের মধ্যে চাল- ডালসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হয়েছে আকাশচুম্বি। করোনাকালে খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে তাদের অবস্থা আরো শোচনীয় হচ্ছে। তাই তিনি অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানান নইলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিম্মবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবারগুলোকে বাঁচাতে জ্বালানি তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রত্যাহারের দাবি জানান এবং পার্শ্ববর্তী দেশে তেল পাচার হয়ে যাওয়ার খোঁড়া যুক্তি দেখিয়ে জ্বালানি প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য দেশের সার্বভৌমত্বের উপর আঘাত উল্লেখ করে বক্তারা বলেন- এধরনের বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বরত এ মন্ত্রীর দেশের স্বার্থবিরোধী বক্তব্যের জন্য তাকে পদচ্যুতসহ বিপিসির দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় ও আন্দরকিল্লাহ সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Related Articles

Back to top button
close