ঢাকায় যুবসেনার বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি জাতীয় প্রেসক্লাবে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে শাখা সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসউদ হোসাইন ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুবনেতা মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবেসনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, কাজী মুহাম্মদ তৈয়ব আলী।

এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনার অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, হাফেজ জাহিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, ইয়াসিন রাসেল, গাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ্, আল আমিন, শেখ মুহাম্মদ ফরিদ, হাফেজ আলামুল হুদা জুনায়েদ, হাফেজ মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button
close