দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবননে নাভিশ্বাসে পরিণত হয়েছে -যুবসেনার সম্মেলনে ডা. এস এম সরোয়ার
এম. নাজমুল হক চৌধুরী, পটিয়া

যুবসেনার কেন্দ্রীয় সহ সভাপতি ডা. এস এম সরওয়ার বলেন, করোনাকালে নানান কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুরসহ অনেক মানুষ উপার্জনের পথ হারিয়ে। তার উপর রীতিমতো বেড়ে চলছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে জনজীবন নাভিশ্বাসে পরিণত হয়েছে। গতকাল ১৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টায় পটিয়া শহীদ হালিম লিয়াকত স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি মাষ্টার মুহাম্মদ কামরুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দীন খোকন ও অর্থ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসাইন, নির্বাচন কমিশনার ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুহাম্মদ মুছা, জেলা ছাত্রসেনার সভাপতি নূরের রহমান রণি।
সম্মেলনে মামুন উদ্দিন ছিদ্দিকে সভাপতি, আরিফুল হক রানাকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ শাহাবুদ্দিনকে সাংগঠনিক করে কমিটি ঘোষণা করা হয়।