নগরীতে শহীদ ফারুকী হত্যার দ্রুত বিচার চেয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জুনাইদ জাকী, নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২৬শে আগস্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর জেলা প্রশাসক কার্যালয় ও আন্দরকিল্লা মোড়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, জনপ্রিয় ইসলামিক উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবীতে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণর যৌথ উদ্যোগে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী যুবসেনা নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে যুবসেনা নগর উত্তর সভাপতি হাবিবুল মুস্তফা ছিদ্দিকীর সঞ্চালনায় জেলা প্রশাসক চট্টগ্রাম কোর্ট হিল চত্বরে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিক্ষোভ মিছিল কোর্ট হিল চত্বর থেকে শুরু হয়ে নগরীর আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক ফরিদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য ইকবাল জাহিদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসেন, উত্তরের সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দীন কাদেরী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা গিয়াস উদ্দিন নেজামী, নাছির উদ্দীন মাহমুদ, সোহাইল উদ্দীন আনছারী, আলমগীর ইসলাম বঈদী, এ.ডি.এম আরুছুর রহমান, শাহজাহান বাদশা, খোরশেদুল আলম, কাজী আরাফাতুল ইসলাম, নিয়াজ মখদুম ফারুকী, হানিফ মান্নান শাকিল, বদরুল হুদা তারেক, এইচ এম মহিউদ্দিন, বশির আহমদ চৌধুরী, আমির হোসেন লিটু, এটিএম তৈয়ব, বেলাল রেজা, আ.ল.ম হুমায়ূন কাইসান, মোয়াজ্জেম হোসেন মাসুম, ইয়ার মুহাম্মদ জামশেদ, হুমায়ুন কবির, মঈনুদ্দিন মোরশেদ, আসিফুর রহমান, মোবারক হোসেনসহ আরো অসংখ্য নেতাকর্মী।