বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার উত্তর জেলার কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (বৃহস্পতিবার) চকরিয়া উপজেলা কোর্ট সেন্টারস্থ বি আর ডিবি হলে এইচ এম রবিউল হাসান এর সভাপতিত্বে ও আব্দুল হাকিম এর সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার উত্তর জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য ও জেলা আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ সালাউদ্দিন খালেদ, উদ্বোধক জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মুজিবুর রহমান চিশতী, প্রধান বক্তা যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু নাসের মুছা, বিশেষ বক্তা কেন্দ্রীয় সহ সম্পাদক বদরুল হুদা তারেক,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদ হোসাইন, কেন্দ্রীয় ছাত্রসেনা সহ-সভাপতি খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা দলিলুর রহমান আলকাদেরী, মাওলানা আবুবকর সিদ্দিকী, মাওলানা এহসানুল হক নাঈমী,মাওলানা আব্দুল হামিদ আলকাদেরী, মাওলানা বেলাল উদ্দিন সিদ্দিকী, মাওলানা মিজবাহ উদ্দীন বদরী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য ও জেলা আহবায়ক এন এম মুশাররফ আলী, ও জেলা সদস্য সচিব শাহজাদা আবুল হাশেম শাহ, ও ইসলামী ফ্রন্ট নেতা হাফেজ নোমান শিবলী, জেলা গাউছিয়া কমিটি বাংলাদেশ আহবায়ক সদস্য জনাব নুরুল হোসাইন সওদাগর, বিভিন্ন উপজেলা ডেলিগেড বক্তব্য রাখেন,পেকুয়া হাফেজ কফিল উদ্দিন মেহেরী, মহেশখালী হাফেজ সেলিম উল্লাহ,কুতুবদিয়া রিপন চৌধুরী, মাতামুহুরি মাওলানা মোবাশ্বের হোসাইন আলকাদেরী, চকরিয়া লুতফুর রহমান সাইরাস ও পৌরসভা প্রতিনিধি মাওলানা হাফেজ লোকমান প্রমুখ।

মুহাম্মদ আব্দুল হাকিম সভাপতি, মুহাম্মদ সলিম উল্লাহ সাধারণ সম্পাদক, মুবাশশের হোসাইন আল কাদেরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close