বাংলাদেশ ইসলামী যুবসেনা সুলতানপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন | ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নীয়তের কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামা’আত তথা সুফি মতাদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী যুবসেনা সুলতানপুর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশন আজ (২১ আগস্ট) শনিবার সকাল ১১ টায় সুলতানপুরের আলাকপুর নুরানী হেফজ ও এতিম খানায় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবলাউচ্চ জামালিয়া দরবার শরীফে পীর সাহেব পীরজাদা মুহাম্মদ সালাহউদ্দিন আহমেদ দিপু’র সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা।

গিয়াস উদ্দীন তাহেরী

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলাকপুর নুরানী হেফজ ও এতিম খানার প্রতিষ্ঠাতা শায়েখ মাও. আব্দুর রহমান আল-ক্বাদরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি অধ্যাপক মাও. গোলাম মাওলা, সহ সাধারণ সম্পাদক এড. সৈয়দ সায়েদুর রহমান আওলাদ, পীরে তরিকত আলহাজ্ব মাও. মাজহারুল ইসলাম আল-ক্বাদরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পীরে তরিকত মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য যুবনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি মুফতি মাও. আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক মুফতি শরিফুল ইসলাম ভূইয়া, ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন শাহ বাবুল, ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ বুরহান উদ্দিন রেজা, ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য নিয়াজ মুহাম্মদ লিংকন।

যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ মুহাম্মদ শরীফ উদ্দিন (ইকবাল মৃধা), হাফেজ মুহাম্মদ শাফায়াত হোসেন, মুহাম্মদ জালাল উদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা তামিম বিল্লাহ আনসারী, মাহবুবুর রহমাম নয়ন, মুহাম্মদ রাকিব চৌধুরী, শেখ মেজবাহুর রহমান শিবলী, মুহাম্মদ রবিউর রহমান উজ্জ্বল, মুহাম্মদ ফয়সাল আহমেদ, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

উক্ত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সাইদুল ইসলামকে সভাপতি, মুহাম্মদ রাকিব চৌধুরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ রবিউর রহমান উজ্জ্বলকে সাংগঠনিক, মুহাম্মদ মনিরুল ইসলামকে অর্থ সম্পাদক ও মুহাম্মদ ফয়সাল আহমেদকে প্রচার সম্পাদক নির্বাচিত করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button
close