বাংলার মাটিতে ফারুকী’র খুনিদের বিচার হবেই -রাঙ্গুনিয়ায় যুব সম্মেলনে অধ্যক্ষ তৈয়্যব আলী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চ্যানেল আই এর ইসলামী উপস্থাপক মিডিয়া ব্যক্তিত্ব শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহঃ) এর হত্যাকারীদের একদিন বাংলার মাটিতে বিচার অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তৈয়্যব আলী।
তিনি আরো বলেন, আজ ফারুকী হত্যাকাণ্ডের ৭বছর হলোও তাঁর এখনো সুষ্ঠু বিচার হয়নি সরকারের প্রতি আমাদের অনুরোধ ফারুকী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক যেন সুষ্ঠু বিচার করা হয়।
গত শনিবার (২৮শে আগস্ট) সকালে মরিয়মনগর চৌমুহনীস্থ জিলানী কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার আয়োজিত শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর শাহাদাত বার্ষিকী ও যুব প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা যুবসেনার সভাপতি যুবনেতা মাহমুদুর রশিদ মাসুদ এর সভাপতিত্বে উদ্বোধক এর বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি যুবনেতা মুহাম্মদ ইসমাইল।
সম্মেলনে কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সহ-সভাপতি যুবনেতা আজিম উদ্দিন আহমেদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, সাবেক সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান জামি, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান আখতার হোসেন, করিম উদ্দিন হাছান, সৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ ইমরানুল ইসলাম জাবেদ, মুহাম্মদ ইশতিয়াক রেজা, দিদারুল আলম, নঈম উদ্দিন, ইসকান্দার,যুবনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ মিছা, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, মিজানুর রহমান মাসুদ, এইচ এম ফরিদ, মুহাম্মদ আব্দুল খালেক, শাহে এমরান রনি, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরা মুহাম্মদ মোজাহেদুল ইসলামকে সভাপতি ও মুহাম্মদ মকছুদুল আলমকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবসেনার ৩১জন বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করেন।