বোয়ালখালীতে যুবসেনা পৌরসভা শাখার কাউন্সিল সম্পন্ন

আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী যুবসেসা বোয়ালখালী পৌরসভার কাউন্সিল গত জুমাবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে যুবনেতা মুহাম্মদ নাছের এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট পৌরসভা সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী।

তিনি বলেন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার আদর্শ ঠিকানা হচ্ছে যুবসেনা,আগামী নির্বাচনে যুবসেনা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এতে বিশেষ অতিথি ছিলেন জননেতা ওসমান গণি সওদাগর, জনাব নাজিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি সৈয়দ সালাউদ্দীন খোকন, নির্বাচন কমিশনার ছিলেন সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন ও ওমর ফারুক।

এতে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন, হাফেজ সাইফুদ্দীন, সেকান্দর কাদেরী, নূর উদ্দীন ও সোহরাব হোসেন প্রমুখ।

শেষে মাওলানা ফোরকান কাদেরীকে সভাপতি, মুহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাস্টার রবিউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুবসেনা বোয়ালখালী পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close