বোয়ালখালীতে আল্লামা ইদ্রিস রেজভীর (রঃ) মাজার জিয়ারতে উত্তরজেলা যুবসেনা ও ছাত্রসেনা
আরিফুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি

গতকাল (০৭ আগস্ট) শনিবার বাদে আসর বোয়ালখালীর চরণদ্বীপ রজভীয়া দরবার শরীফে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উপদেষ্টা, পীরে তরিকত, নায়েবে আলা হযরত, উস্তাজুল ওলামা হযরতুল আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (রহঃ) এর মাগফেরাত কামনায় ১২১ খতমে কোরআন ও খতমে তাহলিল আদায় শেষে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা মুফতি ইদ্রিস রেজভীর (রহঃ) মাজার জিয়ারত ও আখেরি মোনাজাত সম্পন্ন করেন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহন করেন মুফতি ইদ্রিস রেজভীর (রঃ) ছোট শাহজাদা চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আল্লামা শোয়াইব রেজা এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের শিল্প ও বানিজ্য বিষয়ক সচিব জননেতা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
মোনাজাতে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি যুবনেতা মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি আজিম উদ্দিন জনি, সাধারণ সম্পাদক যুবনেতা আলমগীর হোসেন, মুহাম্মদ সালামত আলী, আমান উল্লাহ আমান, আহমেদ সৈয়্যদ, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন নেতা ওমর ফারুক, কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা কে.এম.আজাদ রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান, রবিউল হোসাইন সুমন, শহিদুল ইসলাম মামুন, জয়নাল আবেদীন জাবেদ, রাশেদুল ইসলাম ইমন, এনামুল হক মুন্না, বোরহান উদ্দীন, কাজী কায়েছ উদ্দীনসহ চট্রগ্রাম উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।