যুবনেতা শেখ আহম্মেদ ইমতিয়াজ এর নানীর দাফন সহায়তায় গাউসিয়া কমিটি বোয়ালখালী টিম

আরিফুল ইসলাম, বোয়ালখালী

গতকাল (১০শে জুন) শনিবার বোয়ালখালী উপজেলার ছনদন্ডী গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী ও বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস. এম সেলিমের চাচী ও পোপাদিয়া ইউনিয়ন (পশ্চিম) যুবসেনার সভাপতি শেখ আহম্মেদ ইমতিয়াজ এর নানী জাহানারা বেগম -এর কাফন দাফন সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিম।

এর আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহণ করে মৃতের গোসল সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের মহিলা টিম।

গোসল ও কাফনের কাজ শেষ করে গাউসিয়া কমিটির এম্বুলেন্স যোগে বোয়ালখালী গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

সেখানে শেখ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম লিডার এস. এম মমতাজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে দাফন কাজে অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী দাফন কাফন টিমের সদস্য মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাসেম, মুহাম্মদ এনাম উদ্দিন, মোহাম্মদ আবদুল অদুদ আরজু, মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মোহাম্মদ কাউসার প্রমুখ।

Related Articles

Back to top button
close