যুবসেনার কর্মীদেরকে ত্যাগের মানসিকতা নিয়ে দাওয়াতী কাজ করতে হবে -জননেতা এম এ মান্নান
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী সংগঠনের কর্মীদের আচরণ বিধি তরুন- যুবকদের ঈমান আক্বিদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল গত (বৃহস্পতিবার) চট্টগ্রাম একাডেমী হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মান্যবর চেয়ারম্যান বিশিষ্ট লেখক গবেষক জননেতা আল্লামা এম. এ.মান্নান, প্রশিক্ষণ প্রদান করেন বাংলাহদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব জননেতা মুহাম্মদ আব্দুর রহিম, যুবসেনার কেন্দ্রীয় সেক্রেটারী সংগ্রামী যুবনেতা ছৈয়দ মুহাম্মদ আবু আজম।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন নেতা সৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আব্দুন্নবী আল-কাদেরী, মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী মহানগর উত্তর যুবসেনা সভাপতি হাবিবুল মোস্তফা ছিদ্দিকী,মহানগর দক্ষিণ ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আমির হোসাইন, সভাপতিত্ব করেন নগর দক্ষিণ যুবসেনা সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন।
প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ নাজিম উদ্দীন খাঁন এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবসেনার সি.সহ সভাপতি মুহাম্মদ এনামুল হক, সহ সভাপতি মুহাম্মদ আমীর আলী,সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, সহ সাধারণ সম্পাদক এ টি এম রেজাউল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক শাহজাহান বাদশা,সহ অর্থ সম্পাদক আবু তৈয়্যব চৌধুরী, প্রচার সম্পাদক ছৈয়দ মুহাম্মদ ইয়াছির, রিয়াজ উদ্দিন, নাছির দস্তগীর, প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী, মুহাম্মদ মাঈনুদ্দীনসহ বিভিন্ন আওতাধীন থানার প্রতিনিধিবৃন্দ প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।