যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুব সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

আজ (২৫ই জুন) শুক্রবার বেলা ২টায় পটিয়া সিও অফিসস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে “যুব সম্মেলন’২১ইং” জেলা সভাপতি যুবনেতা মাষ্টার কমরুদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মুহাম্মদ সালাউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা স.উ.ম সামাদ মহোদয়। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা অধ্যাপক আবুল মনছুর দৌলতী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর আহবায়ক জননেতা মাওলানা আব্দুন নবী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জননেতা কাজী হাফেজ আহমদ আল-কাদেরী ও যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলী হোসাইন, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ছাত্রনেতা এইচ এম এনামুল হক।

প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ-সাধারণ সম্পাদক যুবনেতা অধ্যাপক এমরানুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা নূরের রহমান রণি ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা রিদওয়ান সাজ্জাদ প্রমুখ।

Related Articles

Back to top button
close