যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বেলাল হোসাইন, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ৯নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইফতার সামগ্রী বিতরণ’২২ এর সমন্বয়ক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন।
আজ (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ টায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়। ৮ টায় বাড়ি বাড়ি গিয়ে মোট ৩২ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন যুবসেনা ও ছাত্রসেনার কর্মীরা।
এই ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন মাওলানা শাহাদাত হোসাইন, যুবসেনা তৈলারদ্বীপ ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিস, ছাত্রসেনার ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ইরফান, সাকিব প্রমুখ।
যুবসেনা ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারো যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামীতে এই কার্যক্রম ব্যাপক আকারে করবো ইনশাআল্লাহ।