যুবসেনা ও ছাত্রসেনা শিকলবাহা ২ নং ওয়ার্ডের বদর দিবস ও ইফতার মাহফিল সম্পন্ন
মুহাম্মদ শফিউল করিম, কর্ণফুলী

গতকাল ১৭ ই রমজান রোজ জুমাবার বিকাল ৪ ঘটিকা শিকলবাহা মাষ্টারহাটস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা শিকলবাহা ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে ওয়ার্ড যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাগর হোসেনের সভাপতিত্বে শিকলবাহা ইউনিয়ন ছাত্রসেনার দপ্তর সম্পাদক মুহাম্মদ আসিফের সাঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা যুবসেনার সভাপতি যুবনেতা বশির আহমেদ চৌধুরী, উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ সারওয়ার আলম, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শফিউল করিম।
বক্তারা বলেন, দেশকে দুর্নীতি মুক্ত এবং অপরাজনীতি থেকে বাঁচাতে যুবসেনা ছাত্রসেনার গুরুত্ব অপরিসীম। বদর যুদ্ধের ঘটনা থেকে যুবসেনা ছাত্রসেনার কর্মীদের শিক্ষা নিতে হবে ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা আনোয়ার জাহিদ,উপজেলা যুবসেনার দপ্তর সম্পাদক নুরুল আক্কাস জীবন, আহলে সুন্নাত শিকলবাহা ইউনিয়নের সদস্য মুহাম্মদ মাশুক, যুবনেতা তাসকির আহমেদ, ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতুল ইসলাম সাকলাইন, আব্দুল্লাহ ফারুক, মুহাম্মদ আশিক,মুহাম্মদ তারেক,হাফেজ নোমান, মুহাম্মদ আরিফ, শাহাদাত হোসেন, মুহাম্মদ আকিব,মুহাম্মদ আরফাত প্রমুখ।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।