যুবসেনা ঢাকা মহানগরীর ব্যবস্থাপনায় মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভীর(রঃ) চাহরম শরীফ

ঢাকা প্রতিনিধি:

গতকাল (৩১শে জুলাই) শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় পরিষদ ঘোষিত ঢাকা মহানগরীর ব্যবস্থাপনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী (রহঃ)’র চাহরম শরীফ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল ঢাকাস্ত পল্টন দারুস সালাম আর্কেডে অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরীর সভাপতি যুবনেতা ডাঃ এস এম সরওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, বিশেষ অতিথি ছিলেন লায়ন মুহাম্মদ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ মাসউদ হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক যুবনেতা এড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ দিদার খান, মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।

এতে বক্তারা বলেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী (রহঃ) এদেশে ইসলাম ও মুসলমানদের জন্য বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি মাদরাসা প্রতিষ্ঠা করেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা, খলিফায়ে আ’লা হযরত, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, ওয়াজ নসিহত করে দেশ, সংগঠন, মাজহাব মিল্লাতের অপরিসীম খেদমত করেন।

প্রধান অতিথি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ছাত্রসেনার সভাপতি থাকা অবস্থায় হুজুরের অনেক স্মৃতিচারণ করেন। তিনি বলেন, হুজুর ছাত্রসেনার কর্মীদের উৎসাহের সাথে কাজ করতে যেমন অর্থ দিয়ে সহায়তা করেন, তেমনি বক্তব্যেও কর্মীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেতো। তিনি হুজুরের রফয়ে দারাজাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষে পর্যায়ে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Back to top button
close