যুবসেনা বাঘাইছড়ি উপজেলা শাখা গঠনকল্পে মতবিনিময় সভা 

জাহিদুল আলম, রাঙামাটি

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় বটতলী দরবার কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি যুবনেতা মাষ্টার মোহাম্মদ আলমগীর, ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল জলিল,সাবেক সভাপতি মুহাম্মদ তৈয়বুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলার সাথে সমন্বয় করে বাংলাদেশ ইসলামী যুবসেনার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিশেষে বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে হাফেজ মুহাম্মদ নিজাম উদ্দিন কাদেরীকে আহ্বায়ক,হাফেজ নুরুল ইসলাম আলকাদেরীকে যুগ্ম-আহ্বায়ক,মুহাম্মদ তৈয়বুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Back to top button
close