যুবসেনা বোয়ালখালী শ্রীপুর-খরণদ্বীপ শাখার কাউন্সিল সম্পন্ন
মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী যুবসেনা বোয়ালখালী উপজেলার আওতাধীন ইসলামী যুবসেনা ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন শাখার কাউন্সিল গত (৩ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাওলানা রোকন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ফোরকান কাদেরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন। কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস. কে. এম জাহাঙ্গীর আলম।
কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ এনাম উদ্দিন কে সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক, মাওলানা খাইরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক ও ওয়াহেদুল ইসলাম কে অর্থ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।