যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিনিধি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে একমাত্র সুফিবাদী অহিংস রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল ১১ এপ্রিল (রবিবার) সকাল ১০ টায় কাউতলির মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সচিব আলহাজ্ব এড. মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, আড়াইশিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা জোবায়ের আহমেদ, সহ-সভাপতি ক্বারী আবু রায়হান, সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, যুবসেনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি মুফতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক মাও. শরিফুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাওলানা সাহাজ উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
মাস্ক বিতরণকালে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেতৃবৃন্দ জনসাধারণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সরকারি বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করেন। নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমরা তখনি বেঁচে থাকতে পারবো যখন আমরা নিজে সচেতন হবো ও পরিবারসহ আশপাশের সকলকে সচেতন করব। যদিও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদন হয়েছে তার পরেও বিশেষজ্ঞরা মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার প্রতি বারংবার পরামর্শ দিচ্ছে। তাই শুধু সচেতন ও সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখলেই এ প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে অনেকখানি বাঁচা সম্ভব।