যুবসেনা মাতারবাড়ি ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল
তাওফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

গতকাল সোমবার (৩১ মে) তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল বালিকা মাদ্রাসায় বাংলাদেশ ইসলামী যুবসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার দক্ষিণ জেলার সদস্য সচিব,কক্সবাজার মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম এর উপাধ্যক্ষ, আল্লামা কাজী সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, কালারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক, আল্লামা কুতুব উদ্দীন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল বালিকা মাদ্রাসার সুপার, মাওলানা ফারুক আজম আল কাদেরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার উত্তর জেলার যুগ্ম আহবায়ক, মাওলানা আলতাফ রেজা কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা মহেশখালী উপজেলা উত্তর শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুল হামিদ আল কাদেরী, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, মাওলানা মিনহাজুল আবেদীন, সাবেক সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত রেজা কাদেরী, কক্সবাজার জেলা ছাত্রসেনার প্রচার সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম কাদেরী, মাতারবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিক রেজা কাদেরী প্রমুখ।
বাংলাদেশ ইসলামী যুবসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটি। আহ্বায়ক হাফেজ মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরী, যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক আজম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিদুয়ান কাদের, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম আহবায়ক হাফেজ মোহাম্মদ জশিম উদ্দিন, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ বারেক হোছাইন, সদস্য মোহাম্মদ আনিসুল করিম, মোহাম্মদ আরফাত হোছাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, শফিকুর রহমান জীবন, মোহাম্মদ আলতাফ হোছাইন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ আশেক উল্লাহ, শহিদুল ইসলাম সুমন, মোহাম্মদ সাগর।