যুবসেনা রাজনগর উপজেলার কাউন্সিল সম্পন্ন
আরিফুল ইসলাম, রাজনগর

গতকাল (০৪ জুন) শুক্রবার দুপুর ২ ঘটিকায় তারাপাশা বাজারে বাংলাদেশ ইসলামী যুবসেনা রাজনগর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং হাফেজ আব্দুল করিমের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক কাজী কুতুব উদ্দিন, রাজনগর উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহিম রেজভী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ এম রাসেল মােস্তফা, জেলা যুবসেনার নেতা নাজমুল চৌধুরী, প্রভাষক মাওঃ আব্দুর রউফ, সৈয়দ শওকতুজ্জামান, ছাত্রসেনা রাজনগর উপজেলা সভাপতি হাফেজ ফয়সল আহমদ, প্রমুখ।
কাউন্সিলে হাফেজ আব্দুল করিমকে সভাপতি, শায়ের আব্বাস আলীকে সাধারণ সম্পাদক এবং আমির হােসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।