হাটহাজারীতে যুব প্রতিনিধি সম্মেলন সম্পন্ন
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী যুবসেনা হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে যুব প্রতিনিধি সম্মেলন’২১ গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা থেকে হাটহাজারী দলীয় কার্যালয়ে উপজেলা যুবসেনা সভাপতি অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক আবদুর রহিম মুনিরী সাহেব, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সভাপতি জননেতা অধ্যাপক গিয়াস উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা সেকান্দর মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক জননেতা হারুন সওদাগর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সাংগঠনিক সম্পাদক জননেতা নুরুল ইসলাম।
প্রতিনিধি সম্মেলনে কাউন্সিলর ছিলেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক যুবনেতা আলমগীর হোসেন।
মামুনুর রশীদ জাবেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ফয়েজ, মাষ্টার অছিউদ্দীন, নুরুল ইসলাম, ছগির উদ্দীন, এস.এম. নেজাম, নাসির উদ্দীন রুবেল প্রমুখ।
পরে সম্মেলনের কাউন্সিলর মামুনুর রশীদ জাবেরকে -সভাপতি, মুহাম্মদ অছি উদ্দীনকে- সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মহিউদ্দীনকে- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণা করেন।