বাতেলদের প্রতি জিরো টলারেন্স নীতি দেখাতে হবে -এস ভিপি আলহাজ্ব মহসিন
নিজস্ব প্রতিবেদক

যুল-ইয়ামিনের ইয়াওমে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার একক ছাত্র সংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় নগরীর এক অভিজাত হোটেলে ইয়াওমে বদর উদযাপন ও ইফতার মাহফিল অত্র সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব।
তিনি বলেন, যুল ইয়ামিনের ছেলেদের জামেয়ার প্রতি মহব্বত আমি দেখতে পেয়েছি। ছেলেদের তোমরা কিতাবাদি প্রদান সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করছো। তোমাদের দেখে বুঝা যায় যে, তোমাদেরকে মুনাফিক গ্রাস করতে পারবেনা। শিয়া সহ বিভিন্ন প্রকার বাতেলদের প্রতি তোমাদের জিরো টলারেন্স দেখাতে হবে। তোমাদের সজাগ থাকতে হবে যাতে জামেয়ার ছাত্রদের উপর, জামেয়ার উপর বাতেলদের দৃষ্টি না পরে।
এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা কাজী নজরুল ছালেকুর রহমান আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ দস্তগীর আলম, মুখতার আহমদ রজভী, আ ন ম সাফুল্লাহ, সাইফুল করিম নাঈম, আব্দুল কাদের, হাফেজ আতিকুর রহমান, তানভীরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের। তিনি ছাত্রদেরকে ইলম অর্জনের মাধ্যমে মাযহাব মিল্লাতের খেদমত করার আহবান জানান।
পরিশেষে আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।