বায়েজিদে আশেকানে মোস্তফা (দঃ) তরুণ পরিষদের অক্সিজেন সেবা ও শিশুদের মাঝে খাদ্য বিতরণ

ইয়াসিন সাকিব, বায়েজিদ

আজ মঙ্গলবার (১০ আগস্ট) আশেকানে মোস্তফা (দঃ) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় করোনাকালীন অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন এবং হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এতে আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী সভাপতিত্ব করেন। এবং তিনি বলেন, ইসলাম মানবকল্যানের শিক্ষা দেয়। মানুষের কল্যানে ইসলামের সৃষ্টি। তাই আমাদের সর্বদা মানবসেবা করা উচিত। উল্লেখ্য আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিগত এক সপ্তাহ ধরে তারা অক্সিজেন সেবা দিয়ে আসছে। এছাড়া ও তারা করোনায় মৃত্যুবরণকারীদের দাফন কাফন সেবা চালু রেখেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দরবারের শাহজাদা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, মাওলানা শিব্বির আহমদ উসমানী সহ দরবারের অন্যান্য শাহজাদাগণ এবং তরুণ পরিষদের সর্বস্তরের কর্মীবৃন্দ।

Related Articles

Back to top button
close