বৃক্ষরোপণ আন্দোলনে সরব ভূমিকা পালন করছে মইনীয়া যুব ফোরাম -চেয়ারম্যান আব্দুর রব
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বছরব্যাপী ১০,০০০,০০ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে গত ১০ই জুন, ২০২১ “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১” এর উদ্বোধন করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
কর্মসূচিটি সারাদেশে গৃহীত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (২৮শে জুলাই) বুধবার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে মইনীয়া যুব ফোরামসবরুড়া শাখা এ বছর ৪র্থ দফায় বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং খোশবাস ইউনিয়ন চেয়ারম্যান হাজী আবদুর রব।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রমকে গতিশীল করতে হবে৷ বিশেষত বাংলাদেশ একটি দূর্যোগপ্রবণ দেশ হওয়ায় বৃক্ষরোপণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন, ঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাস, বজ্রপাতে মৃত্যু প্রতিরোধে বৃক্ষরোপণ করতে হবে
বৃক্ষরোপণ আন্দোলনে সরব ভূমিকা পালন করে আসছে মইনীয়া যুব ফোরাম। সংগঠনটি খুব অল্প সময়েই দেশজুড়ে তাদের সমাজসেবামূলক কার্যক্রমের বিস্তার ঘটিয়েছে। দেশ ও মানুষের কল্যাণে প্রতি তাদের এ দৃঢ় শপথ সকলের মাঝে প্রেরণা জোগাবে।
এসময় স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।