বরিশাল উজিরপুরে ফ্রি টিকা রেজিস্ট্রেশন, মাস্ক ও গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর আহবানে দেশজুড়ে ফ্রি করোনা টিকা রেজিস্ট্রেশন ও মহামারী করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে মইনীয়া যুব ফোরাম।
গতকাল (৬ই সেপ্টেম্বর’২১) বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ফ্রি টিকা রেজিস্ট্রেশন, মাস্ক ও গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেমইনীয়া যুব ফোরাম বরিশাল জেলা শাখা৷
কার্যক্রমের উদ্বোধন করেন শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন। এসময় তিনি বলেন, “মাইজভাণ্ডার দরবার মানবতার কথা বলে এবং দেশের মানুষের সেবায় তারা সবসময় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে। করোনা সংকটে ত্রাণ সামগ্রী, স্যানিটাইজার, পিপিই, মাস্ক বিতরণ ও কৃষকদেরকে বিনামূল্যে ধান কেটে দেয়ার মাধ্যমে তারা দেশের প্রতি দায়িত্ববোধের স্বাক্ষর রেখেছে। ফ্রি টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমটিও সময়োপযোগী একটি কার্যক্রম। এতে প্রান্তিক পর্যায়ের মানুষেরাও সরকারের নির্দেশনা পালনে অংশগ্রহণ করতে পারছেন।”
এসময় আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সরদার সিদ্দীকুর রহমান শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব নজরুল ইসলাম মাঝি, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জাহেদ সিকদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, জনাব কবির হোসেন, সামসুল হক্ব, মোঃ নিয়াজ মিঞা, ইকবাল হোসেন, মইনীয়া যুব ফোরাম উজিরপুর উপজেলা কমিটির আহবায়ক মোঃ রাকিবুল আলম মজুমদার, মোঃ সাখওয়াত হোসেন, মোঃ ইমন সিকদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রিফাত, মোঃ জুনায়েদ আলম, মোঃ মাইনুল ইসলামসহ স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবর্গ।