ভারতীয় দূতাবাসে আহলে সুন্নাতের স্মারকলিপি

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়শা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু আনহার শানে কটুক্তিকারী বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লির মুখপাত্র নবিন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি প্রদান করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।
গতকাল (বুধবার) বারিধারাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী মাধ্যমে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে দূতাবাসে উপস্থিত হন প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, প্রচার সচিব এডভোকেট মোঃ ইসলাম উদ্দিন দুলাল, দফরত সচিব জননেতা আবদুল হাকিম এবং ইমরান হুসাইন তুষার।
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের উপ-কমিশনার গ্রহণ করেন।