যুবসেনা পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক

গতকাল (২১ জুন)সোমবার বেলা ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ পেকুয়া উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী যুবসেনা পেকুয়া উপজেলার সহ-সভাপতি যুবনেতা হাফেজ মুহাম্মদ কফিলউদ্দিন এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা পেকুয়া উপজেলার সহ- সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ফরিদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলার সংগ্রামী আহবায়ক ও চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ জনাব সালাহউদ্দিন খালেদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেকুয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মোঃ আলী আজম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার জেলার সংগ্রামী সদস্য সচিব জনাব এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত পেকুয়া উপজেলার সিনিয়র সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব মোঃ জামাল উদ্দিন, ওলামালীগ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব মাওলানা হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেকুয়া উপজেলার অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ জাকের হোছাইন সহ আরও অনেকে।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, যুবসমাজকে সন্ত্রাস, মাদক এবং অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে বাংলাদেশ ইসলামী যুবসেনার বিকল্প নেই।