রাউজানে শাহাদাতে কারবালা ও গাউসুল আলম আশরাফ জাহ্গীর সিমনানীর স্মরণে মাহফিল
নিজস্ব প্রতিবেদক, রাউজান

এ পৃথিবীর শেষদিন পর্যন্ত আদর্শের প্রতীক হয়ে মানব হৃদয়ে আ’লে রাসূল ইমাম হুসাইন সজীব থাকবেন। সত্যের পক্ষে প্রত্যেক লড়াইয়ে ইমাম হুসাইন প্রেরণার আধার হয়ে সাহস দিয়ে যাবে।
গতকাল (৭’ই সেপ্টেম্বর) মঙ্গলবার রাউজান মোহাম্মদপুরে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশান মাহফিলে পীর মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত উপ মহাদেশের সম্মুখ সারির ইসলাম প্রচারকদের অন্যতম ছিলেন মাহবুবে ইয়াযদানী, গাউসুল আলম শায়েখ সৈয়দ সুলতান আশরাফ জাহ্গীর সিমনানী (রহ.)। যিনি ইসলামের খেদমতের প্রতি অনুরাগী হয়ে নিজ সিংহাসন ছেড়ে খোদায়ী প্রেমে ডুব দিয়ে সফল হয়েছেন। একজন সফল দ্বীন প্রচারক হিসেবে মাখদুমে পাক হুজুর সিমনানীর প্রতি সকলে আজ শ্রদ্ধাবনত।
এছাড়া পাক ভারতে উপমহাদেশে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক হযরত আশরাফ জাহ্গীর সিমনানী (রহ.) এর ওরশ শরীফ পালন করা হয়। বাদ মাগরিব থেকে মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়ি বিশ্ব নূর মনযিলে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সিলসিলায়ে আলীয়া আশরাফিয়ার খলিফা পীর মাওলানা মুহাম্মাদ নিজাম উদ্দিন আশরাফি।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলসিলায়ে আলীয়া আশরাফিয়ার খলিফা বিশিষ্ট সংগঠক আলহাজ্ব সৈয়্যদ ফরিদ উদ্দিন মাসউদ আশরাফী, উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা (উত্তর) আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সম্পাদক গাজী মাওলানা মুহাম্মদ ফোরকান আল কাদেরী, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী গাউসিয়া ওসমান চৌধুরী জামে মসজিদের খতিব বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী, আলোচক ছিলেন মাওলানা নুরুচ্ছফা আল কাদেরী, মাওলানা সৈয়্যদ আমান উল্লাহ হোসাইনী।
মদিনা ইসলামি মিশন বাংলাদেশ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল খায়ের, মোহাম্মদ আলী সওদাগর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ সিরাদ্দৌল্লা ও জাহেদুল ইসলাম। মাহফিলে মিলাদ কেয়াম ও আখেরী মোনাজাত শেষে উপস্থিত মেহমানদের তাবারুখ বিতরণ করা হয়।