রাঙ্গুনিয়ায় আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার বর্ণাঢ্য জশনে জুলুস
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাঙ্গুনিয়ায় জশনে জুলুস (র্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও ওলামা মাশায়েক ফোরাম রাঙ্গুনিয়া শাখা।
রোববার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়ার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুস বের হয়।
মাইজভান্ডার দরবার শরীফে সাজ্জাদনশীন রাহবারে শরীয়ত ও তরিক্বত মৌলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি -এর নেতৃত্বে মাইজভাণ্ডারির অনুসারী, সমর্থক এবং বিভিন্ন স্তরের সুন্নী জনতারা অংশ জুলুসে নেন।