শোষণমুক্ত মানবিক বিশ্ব গড়ার প্রেরণা ইমাম হোসাইন (রা.) -সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

নিজস্ব প্রতিবেদক

আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বর্বর যুগের অন্ধকারচ্ছন্ন সভ্যতায় সাম্য ও মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন। যুগে যুগে তার পবিত্র রক্ত মুবারক ধারণকারী বংশধরগণ সেই আদর্শ রক্ষায় সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন; যার সূচনা হয়েছিল ৬১ হিজরীতে কারবালা প্রান্তরে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও নবীপরিবারের মহান আত্ম ত্যাগের মাধ্যমে।

স্বঘোষিত শাসক ইয়াজিদ ক্ষমতা দখল করে যখন স্বেচ্ছাচারীতায় ইসলাম ও মানবতাকে ভূলুণ্ঠিত করতে শুরু করে, তখন ইমাম হোসাইন (রা.) রুখে দাঁড়িয়ে ছিলেন সকল অপশাসনের বিরুদ্ধে। পৃথিবীর কোন লোভ লালসা, ভয়-ভীতি তাকে সত্যের পথে সংগ্রাম করতে নিবৃত্ত করতে পারেনি। কারণ যার অন্তরে মহান আল্লাহ ও তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসা রয়েছে তিনি কখনো ন্যায়ের প্রশ্নে আপস করতে পারেন না।

শোহাদায়ে কারবালা ও শায়খুল ইসলাম, হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) স্মরণে গত বৃহস্পতিবার (১৯শে আগস্ট) গাজীপুরে মাইজভাণ্ডার রাহমানিয়া মইনীয়া খানকাহ্ শরীফে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ৩১তম বংশধর, ‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইন।

তিনি আরও বলেন, কারবালার মর্মবেদনা মু’মিনদের অন্তরকে যেমন ক্ষত-বিক্ষত করে, তেমনি ইমাম হোসাইন (রা.) এর মহান আল্লাহর প্রতি অটল আস্থা, দুর্জয় আত্মশক্তি, আমাদেরকে দৃঢ়চেতা মনোবল নিয়ে ন্যায়ের জন্য নিরন্তর সংগ্রামে উদ্বুদ্ধ করে। ইমাম হোসাইন (রা.) ও নবীপরিবারের প্রতি পাপিষ্ঠ ইয়াজিদ যেমন জুলুম চালিয়েছিল, বর্তমান সময়ের সকল শোষক শাসকরা সেই ইয়াজিদেরই প্রতিনিধিত্ব করছে। আজ ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেনে, মিয়ানমারে, চীনে, কাশ্মীরে মুসলিমরা যখন নির্যাতিত হচ্ছে তখন আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোর তথাকথিত শাসকরা ইয়াজিদের মত ক্ষমতা ধরে রাখতে মজলুমদের পাশে না দাঁড়িয়ে শোষকদের পদলেহন করেছে।

কিন্তু যেখানেই অত্যাচার-নিপিড়ণ, মানবতার লঙ্ঘন দেখা যাবে, ইমাম হোসাইন (রা.) এর চেতনা ধারণকারীরা মজলুমদের পাশে গিয়ে দাঁড়াবে, সকল অপশক্তিকে প্রতিহত করবে জীবনের সর্বশক্তি দিয়ে। এভাবেই একদিন শোষনমুক্ত মানবিক বিশ্ব গড়ে উঠবে৷ ইমাম হোসাইন (রা.) এর আদর্শ তাই সকল শোষকগোষ্ঠীর বিরুদ্ধে শানিত তরবারির আঘাত। কারবালার সেই সত্য-মিথ্যার লড়াই ৬১ হিজরীতে শেষ হয়ে যায় নি, এ সংগ্রাম চলছে। এ জন্যই ইমাম জাফর সাদিক (রাঃ) বলেছেন, “জীবন মানে সংগ্রাম ; প্রতিটি ময়দানই কারবালা।”

প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আহলে বায়াতে রাসুলগণের প্রতি সালাম প্রেরণ, মুনাজাত, অংশগ্রহণকারী এবং অসহায় দুঃস্থদের মাঝে বিশেষ খাবার বিতরণের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়৷

এসময় মুফতি মাওলানা মাকসুদুর রহমান, মওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, হাফেজ মাওলানা মনসুর আলিসহ স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button
close