সম্ভাবনার বাংলাদেশকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিতে মেধাবীদের ভুমিকা রাখতে হবে
নাঈমুল হক, নিজস্ব প্রতিবেদক

চাকতাই শিশু শিক্ষা নিকেতনে বদর দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, বাংলাদেশ বিশ্বের একটি অপার সম্ভাবনার দেশ। কিন্তু যোগ্য মানুষের অভাবে আমরা আমাদের বিদ্যমান সম্পদ যথাযথ ব্যবহার করতে পারছি না। পৃথিবীর ধনী দেশগুলো সুযোগ সুবিধার আড়ালে নানা প্রলোভন দেখিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে নিয়ে যাচ্ছে। যার দরুণ প্রত্যেক বছরই মেধারশীর্ষে থাকা মেধারী শিক্ষার্থীরা ঐ সকল দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে দেশে ফিরে না আসায় আমাদের এ প্রিয় মাতৃভূমিকে তাদের সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাছাড়া দেশে বিদ্যমান রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাঙ্গনে গিয়ে বিপদস্থ হয়ে তাদের মা বাবার আজন্য প্রালিত স্বপ্ন বিনষ্ট করে দিচ্ছে। দেশের বর্তমান বিরাজিত পরিবেশে মেধারী শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা প্রদানের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আজ অনেক শিশুরা পরিশ্রম করে যাচ্ছে। আজ মেধাহীন ও সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির বিপরীতে এ জাতীয় শিশু-কিশোর সংগঠনটি এদেশের ছাত্র সমাজের কাছে সন্ত্রাসমুক্ত মেধাবীদের প্রিয় ঠিকানা হিসেবে পরিণত হয়েছে। একই সাথে তিনি সম্ভাবনার বাংলাদেশকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব দরবারে এগিয়ে নিতে মেধাবীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
৩৫নং বক্সিরহাট ওয়ার্ড ফুটন্ত ফুল আসর পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন সায়েম এর সভাপতিত্বে ও তাইফুর হাসান আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শাহ সিনমান ট্রাভেলস এন্ড ট্যুরস ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফি, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জুশ্রী চক্রবর্তী, মুহাম্মদ ফারুখ, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ শামীম চৌধুরী, আমির হোসেন সোহেল।
প্রধান বক্তা বলেন, দেশের প্রশাসনের প্রত্যকটি টেবিল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তার উপর ক্ষমতাসীন সরকার দেশকে ধর্মনিরপেক্ষ বানাতে নতুন শিক্ষানীতি প্রণয়ন করে জাতিকে কর্মহীন করার অপচেষ্টা চালাচ্ছে। যার দরুন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী ভাবধারার লেখকদের প্রবন্ধ কবিতা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে নাস্তিক্যবাদী শিক্ষা চালু করেছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধার স্বীকৃতি হিসেবে কৃতি ছাত্রদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।