স্বাস্থ্যবিধি মেনে ঈদে মিলাদুন্নবী পালন করবে মকবুল আহমদ শাহ্ স্মৃতি সংসদ
হাটহাজারী প্রতিনিধি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সৈয়দ মকবুল আহমদ শাহ্ (রহ.) স্মৃতি সংসদ।
গতকাল শুক্রবার (৩রা সেপ্টেম্বর) বাদে জুমা উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামীয়া হাট এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মো. আলী আজগর জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিতির সম্মতিক্রমে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে ৭ই রবিউল আউয়াল সকাল ১০ টায় সরকারি বিধিনিষেধ মেনে জশনে জুলুস ও বাদে আছর মাহফিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন।
জশনে জুলুসের র্যালিটি মকবুল আহমদ শাহ্ (রঃ) এর দরবার শরিফ থেকে বের হয়ে ফতেপুরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে। এবং দরবারের শাহজাদা সৈয়দ আজম শাহ্’র সভাপতিত্বে মকবুল আহমদ শাহ্ দরবার শরিফ প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তবে করোনার কারণে নবী প্রেমী ভক্ত ও আশেকান যারা জুলুস ও মাহফিলে অংশ নিবেন তাদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অংশগ্রহণ করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ তেমনি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধান করাও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে অনুষ্ঠিতব্য জুলুস ও মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ করেন সংগঠনের পক্ষ থেকে।
এসময় সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে মো. সাইফুল ইসলাম টিটু, মো. নুরুন্নবী টিপু, মো. আজিজুল হক ইমু, মো. ইমতিয়াজ, মো. শাকিল বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান, দপ্তর সম্পাদক মো. আলভী, অর্থ সম্পাদক মো. দুলহান, প্রচার সম্পাদক তাছিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফারহান ইসলাম মুন, মো. সাইমন, মো. মারুফ, মো.ইমন, মো. সাইমি, মো. সায়েম, মো. রাকিব, মো. রিজুয়ান, মো.আরিফ ও মো. জিহাদ সহ জুমা’র মুসল্লিরা উপস্থিত ছিলেন।