অধ্যক্ষ আইয়ুব আনসারীর ইন্তেকালঃ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি, অসংখ্য আলেমের ওস্তাদ,শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর ইন্তেকালে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাষ্টার খোরশেদুল আলম,জনাব মুহাম্মদ শাহজালাল; বাংলাদেশ ইসলামী যুবসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জনাব হুমায়ুন কবির ফয়েজ ও আবদুর রহমান বাবর,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এরশাদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমান সহ উপজেলা ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর বর্ণাঢ্য জীবনে মাজহাব-মিল্লাতের জন্য তাঁর অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Back to top button
close