আগামী ৬ই ফেব্রুয়ারি ‘২১ সীতাকুণ্ডে দা’ওয়াতে খায়র মাহফিল

গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার ব্যবস্থাপনায় “সীতাকুণ্ড বানুর বাজার চৌধুরী কনভেনশন হল” এ আগামী ৬ই ফেব্রুয়ারি’২১ইং রোজ শনিবার ইসলামের প্রথম খলিফা, আমীরুল মু’মিনীন, হযরত সৈয়্যদুনা আবু বকর সিদ্দিক (রা:) এর ওফাত বার্ষিকী স্মরণে দা’ওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত দ্বীনি বিষয়াবলী (অযু গোসল ও নামাজ এবং মাসায়ালা-মাসায়েল ইত্যাদি) প্র্যাকটিক্যাল মহিলা মুয়াল্লিমা দ্বারা পর্দা সহকারে মহিলাদের প্রশিক্ষণ দেয়া হবে। এবং বিকাল ৩টা হতে পুরুষদের জন্য দ্বীনি তা’লিম ও ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে।
উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন,
শাহ্ এমরান মুহাম্মদ আলী চৌধুরী
পরিচালক, এন.এ গ্রুপ। সভাপতি, মাদ্রাসা-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া (আলিম), ভাটিয়ারী, চট্টগ্রাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
আলহাজ্ব পেয়ার মােহাম্মদ কমিশনার
চেয়ারম্যান, গাউসিয়া কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি থাকবেন,
এডভােকেট মােছাহেব উদ্দিন বখতিয়ার
যুগ্ম মহাসচিব, গাউসিয়া কমিটি বাংলাদেশ।
আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান।
প্রচার প্রকাশনা সম্পাদক, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলা।
আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্
সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি চান্দগাঁও থানা শাখা।

এতে দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান পেশ করবেন,
- হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী, শায়খুল হাদীস, সােবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।
- হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, মহাপরিচালক, আনজুমান রিসার্চ সেন্টার।
- হযরতুলহাজ্ব আল্লামা আবুল আছাদ মুহাম্মদ জোবায়ের রজভি, আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।
- হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আযহারী, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ সাদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
- হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ কামাল উদ্দিন আযহারী, মোহাদ্দিস, নেছারিয়া আলিয়া মাদরাসা, চট্টগ্রাম।
- হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভি, আরবি প্রভাষক, কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসা, চট্টগ্রাম।
উক্ত দা’ওয়াতে খায়র মাহফিল সভাপতিত্ব করবেন,
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল ক্বাদেরী।
সভাপতি, গাউসিয়া কমিটি সীতাকুন্ড উপজেলা।
অধ্যক্ষ, ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে মাহফিলে যোগদান করার অনুরোধ করেছেন মাহফিল আয়োজক কমিটি।