আজ পবিত্র শবে মে’রাজ

নিজস্ব প্রতিনিধি

আজ ১১ মার্চ (বৃহস্পতিবার) রাতে সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে পবিত্র শবে মেরাজ।

মহানবী মুহাম্মদ (দ.)-এর নবুওয়াত প্রকাশের একাদশ বছর ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে জিবরাইল (আ.)’র সাথে বোরাকে চড়ে পবিত্র কাবা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের উপর আরশে আজিমে মহান রবের দিদার লাভে ধন্য হন।

তাই এই দিনটি মুসলমানদের নিকট অতি গুরুত্বপূর্ণ।দেশব্যাপী সব মসজিদ দরগাহ-খানেক্বাহসমূহে মিলাদ মাহফিল,কুরআন তেলাওয়াত ও নফল নামাজ আদায়সহ মুসলমানরা রাত জেগে ইবাদত-বন্দেগি তসবিহ তাহলীল পড়ে রাতটি অতিবাহিত করবেন।

Related Articles

Back to top button
close