করোনাকালে ২০৬০ জনের লাশ দাফন ও সৎকারে গাউসিয়া কমিটি
তাহের হোসাইন, পাঁচলাইশ

গতবছর মার্চ থেকে করোনাকালে মারা যাওয়া ২ হাজার ৬০ জনের গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মানবিক কর্মীরা। এর মধ্যে চট্টগ্রামের ১ হাজার ৬৬৭ জন, মুক্তিযোদ্ধা ৩৫ জন, হিন্দু ২৫ জন, বৌদ্ধ ৩ জন এবং অজ্ঞাত পরিচয়ের ১২ জন। এছাড়াও শতাধিক সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা পেয়েছে ১২ হাজার ৫৫০ জন, অ্যাম্বুল্যান্স সেবা গ্রহণ করে ২ হাজার ১০০ জনেরও বেশি রোগী। এক লাখ পরিবারে পৌঁছানো হয় খাদ্যসামগ্রী এবং ওষুধ সহায়তা দেওয়া হয় ১১ হাজার রোগীকে।
সোমবার (৮ মার্চ) দুপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করে এসব তথ্য জানান কমিটির যুগ্ম মহাসচিব ও করোনা রোগী সেবা এবং কাফন দাফন সৎকার কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
উক্ত সংবাদ সম্মেলনে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন সাহেব একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন, যেটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, অধ্যক্ষ আবু তালেব মুহাম্মদ বেলাল, মুহাম্মদ আবদুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, কমর উদ্দিন সবুর, এরশাদ খতিবীসহ প্রমুখ।