আগামী ১৩ মার্চ শিকলবাহায় মিলাদ ও ছেমা মাহফিল
মুহাম্মদ শফিউল করিম, কর্ণফুলী

আগামী ১৩ মার্চ’২১ কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ১নং ওয়ার্ড এর ব্যবস্থাপনায় মঈনীয়া যুব ফোরাম এর উদ্যোগে সুলতানুল হিন্দ, আ’তায়ে রাসূল (দ.), গরীবে নেওয়াজ, হাজত রাওয়া, মুশকিল কোশা ‘হযরত খাজা মঈনুদ্দীন চিশতী হাসান সানজরী (রহ:) এর ওরশ শরীফ উদযাপন উপলক্ষে মিলাদ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত থাকবেন,ত্বরীকায়ে মাইজভান্ডারীয়ার রূপদানকারী, শায়খুল ইসলাম, গাউছুল ওয়ারা,হজরতুলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ক.)’র পুত্র নবী বংশের ৩১তম আওলাদে রাসূল (দ.) শাহজাদায়ে গাউসুল আযম,হজরতুলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ম.জি.আ)
এতে তকরীর পেশ করবেন,
বিশিষ্ট আলেমেদ্বীন, মুনাজেরে আহলে সুন্নাহ্,মুফতী সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন আলক্বাদেরী (ম.জি.আ), বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আলক্বাদেরী (ম.জি.আ.)
এতে সভাপতিত্ব করবেন,জনাব আলহাজ্ব মঈনুদ্দীন চৌধুরী আল মাইজভান্ডারী
মাহফিল ভেন্যু: বখতেয়ারপাড়া বাইতুন নুর জামে মসজিদের পার্শ্বে,ফজল আহমদ ফকিরের বাড়ী, সুজালী পাড়া, শিকলবাহা, ১নং ওয়ার্ড, কর্ণফুলী, চট্টগ্রাম।
সময়- বাদে মাগরিব।