আগামী ২৫ ফেব্রুয়ারি বোয়ালখালীতে যুবসেনা ও ছাত্রসেনার ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল
আরিফুল ইসলাম, বোয়ালখালী
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চরখিজিরপুর ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় সিপাহীর ঘোনা চিশতীয়া জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২৫ফেব্রুয়ারি‘২১ইং রোজ বৃহস্পতিবার বাদে এশা হতে ৪র্থ তম পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক হিসেবে উপস্তিত থাকবেন
পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত জনাব আলহাজ্ব মাওলানা নূর মােহাম্মদ সাহেব (মা.জি.আ)
প্রতিষ্ঠাতা পরিচালক-শাকপুরা দারুসুন্নাহ কামিল মাদরাসা বােয়ালখালী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
জনাব আলহাজ্জ্ব মোহাম্মদ জানে আলম সাহেব।
প্রতিষ্ঠাতা :- হাজী মােহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
জনাব মােহাম্মদ মীর নওশাদ
প্রতিষ্ঠাতা – মীর মােহাম্মদ নুর নাহার জামে মসজিদ,
তকরীর পেশ করবেন
ওস্তাজুল ওলামা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব
মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী।
অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ষোলশহর, চট্টগ্রাম।
তরুণ প্রজন্মের আইডল উদীয়মান তরুণ বক্তা
জনাব মােহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরী।
আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ষোলশহর, চট্টগ্রাম।
★জনাব মাওলানা আবু নাছের জিলানী সাহেব
সাধারণ সম্পাদকঃ- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বােয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
★সভাপতিত্ব করবেন
জনাব মাওলানা মােহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাহেব
খতিব, সিপাহী ঘোনা চিশতীয়া জামে মসজিদ, বােয়ালখালী, চট্টগ্রাম।
এতে আরো উপস্তিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভার নেত্ববৃন্দ।মাহফিল উপলক্ষে এলাকা জুড়ে সাজ-সজ্জা ও খুশির আমেজ চলছে।
উক্ত মাহফিলে যুবসেনা ও ছাত্রসেনা চরখিজিরপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্তিতি কামনা করেছেন।