আনোয়ারা ডুমুরিয়ায় নামাজ পড়ে উপহার পেল সাইকেল
এস.এম. গোফরান, আনোয়ারা

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে টানা দুই মাস মসজিদে জামাতের সাথে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাই তরুণদের উৎসাহ প্রদানের জন্য সাইকেল উপহার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আনোয়ারা উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাজিম উদ্দিন।
গত ২৯শে অক্টোবর (শুক্রবার) আনোয়ারা ডুমুরিয়া বিবি ফাতেমা (রা.) জামে মসজিদে ছাত্রদের মাঝে সাইকেল উপহার দেওয়া হয়।
ব্যতিক্রমী এই উদ্যোগটির ব্যাপারে জানতে চাইলে উদ্যোক্তা নাজিম উদ্দীন বলেন, তরুণ ছেলেরা টানা ২ মাস জামাতের সাথে নামাজ আদায় করায় তাদের উৎসাহ ও যারা এখনো নিয়মিত নামাজ আদায় করেনা তাদের অনুপ্রেরণা যোগাতে প্রথম ধাপে আজ ৫ জনকে উপহার হিসেবে সাইকেল উপহার দিয়েছি। কেননা, অপকর্ম থেকে বিরত থাকার অন্যতম উপায় হলো নামাজ। যারা নিয়মিত নামাজ আদায় করে তারা সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থাকে। তাই সমাজকে সুন্দর করে সাজাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে গ্রামে এমন সৃজনশীল মহৎ উদ্যোগকে স্বাগত জানান সব বয়সের লোকজন।